Tuesday, February 27, 2018

চম্পাতলীর প্রস্তাবিত নামফলকঃ

চম্পাতলীর প্রস্তাবিত নামফলকঃ

কোন ব‌্যাঙ্গাত্মক পরিচিতিকে সুন্দর একটা নাম দিয়ে নতুন করে পরিচয় দান নিশ্চয়ই দোষের কিছু নয় ?
ঠিক তেমনি আমি আমাদের এলাকার ব‌্যাঙ্গাত্মক পরিচিতি " পোতানা (কন্ডম) এর ঘাটাকে নতুন নাম " চম্পাতলী (একটা সুন্দর সুবাসিত ফুল) নামে নতুন পরিচয় দিয়েও মনে হয় কোন দোষ করিনি।

বি. দ্র ্ঃ নীচের ছবিটি চম্পাতলীর প্রস্তাবিত নামফলক।
সাত রঙ্গে (বেগুনী, আসমানী, সবুজ,  হলুদ, নীল, কমলা, লাল) রাঙানো চম্পাতলীর নাম ফলক [প্রস্তাবিত]।
যদি কেউ আমার অবর্তমানে চম্পাতলীতে চম্পাতলীর নামফলক লাগাতে চায় তবে তাদের কাছে বিনীত অনুরোধ,  নামফলকটি আমার প্রস্তাবিত তথ‌্য অনুষারে লাগাতে পারবেন।

No comments:

Post a Comment